আমার এফবি হ্যাকিং ও মাইকেল এঞ্জেলোর লাস্ট জাজমেন্ট। । গত কয়েক মাস ধরে মাঝে মাঝে আমার ব্যাক্তিগত এফবি আইডি হ্যাক হচ্ছে। গতকাল থেকে আমার আইডিতে আমারই কোন প্রবেশাধিকার নেই । সাম্প্রতিক সময়ে হ্যাকিং এর ঘটনায় নিজেকে একটু ভিআইপি ভিআইপি লাগছে। হ্যাকিং নিয়ে পর পর দুটি স্ট্যাটাস দেয়ায় আমার অনেক এফবি বন্ধুরা বার বার ফোন করছেন আইডি উদ্ধার হল কিনা , হ্যাকারদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছি তা জানার জন্য। তাদের উদ্বিগ্ন আর উৎকন্ঠা দেখে ইতালির কালজয়ী ভা্স্কর ও চিত্রশিল্পী মাইকেল এঞ্জেলোর একটা গল্প মনে পরছে। মাইকেল এঞ্জেলো তখনো তার দি লাস্ট জাজমেন্ট শেষ করেননি কিন্তু পোপের অনুষ্ঠানমালা আয়োজনের সাথে যুক্ত এক কর্মকর্তা লাস্ট জাজমেন্ট উম্মোচনের জন্য পিড়াপিড়ি শুরু করলেন এবং তার পিড়াপিড়িতে বিরক্ত হয়ে মাইকেল এঞ্জেলো ছবির যেখানে নরকে অভিশপ্তমানুষেরা শয়তানকুল দ্ধারা নির্যাতিত হচ্ছে সেখানে ঐ কর্মকর্তার ছবি বসিয়ে দিলেন ।ছবি দেখে ঐ কর্মকর্তা পোপের কাছে অভিযোগ করলে পোপ বলেন দেখ ঈশ্বর আমাকে স্বর্গ মর্ত পর্যন্ত ক্ষমতা দিয়েছেন নরক পর্যন্ত নয়। জুকারবার্গও আমাকে এফবি পরিচালনা, স্ট্যাটাস, পোস্ট ,...