১৯৬৯ সনের জুলাই মাস। পিছিয়ে পরা জনপদ আমতলী যুক্ত হল একটি ঐতিহাসিক ঘটনার সাথে। উচ্চ মাধ্যমিক শিক্ষা বিস্তারে সাবেক এমপিএ আলহাজ মফিজ উদ্দিন তালুকদারের নেতৃত্বে আমতলীর মানুষ সৃষ্টি করল নতুন ইতিহাস,আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হল আমতলী কলেজ। দক্ষিণাঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, নানা চড়াই- উৎড়াই পেড়িয়ে ২০১৯ সনের জুলাই মাসে আমতলী কলেজ পূর্ণ করবে প্রতিষ্ঠার ৫০ বছর -সুবর্ণ জয়ন্তী। সময়ের বিবর্তনে আমতলী কলেজ ডিগ্রী কলেজে উন্নীত হয়েছে, জাতীয়করণ হয়েছে। গত ৫০ বছর ধরে আমতলী সরকারী কলেজ এ অঞ্চলের শিক্ষা বিস্তার, সামাজিক সাংস্কৃতিক বিকাশসহ জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় Light House এর ভূমিকা পালন করছে। আমতলী সরকারী কলেজ কর্তৃপক্ষ জাকজমকপূর্ন অনুষ্ঠানের মাধ্যমে আমতলীর মানুষের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আমতলী সরকারী কলেজের সুবর্ণ জয়ন্তী পালন করবেন এটি কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ আমতলীবাসীর প্রত্যাশা। পাশাপাশি কলেজের সুবর্ণ জয়ন্তী ঘিরে People's Voice of Amtali - PVA শুরু করছে Golden Journey. এসময়ে পিভিএ তুলে ধরবে কলেজ প্রতিষ্ঠার ইতিহাস,কাধে বস্তা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে কলেজ...