সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আগস্ট, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

জিও-পলিটিক্স, পায়রা সমুদ্রবন্দর কেন্দ্রিক উন্নয়নের নতুন দিগন্ত ও আমতলী জেলার দাবী।

পায়রা সমুদ্রবন্দর আনুষ্ঠানিকভাব উদ্ভোধনের মধ্যদিয়ে এ অঞ্চলের যোগাযোগ, ব্যবসা-বানিজ্য, formal-informal শ্রম ক্ষেত্র, micro এবং macro economy এমনকি জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়নসহ এ অঞ্চলের মানুষের আর্থ- সামাজিক উন্নয়নে একটি নতুন দিগন্তের উম্মোচন করবে। পায়রা সমুদ্রবন্দরকে ঘিরে আমতলী-তালতলী-কলাপাড়া -গলাচিপা নিয়ে উন্নয়নের একটি মডেল তৈরী হবে। পদ্মা সেতু এবং ঢাকা থেকে পায়রা বন্দর পর্যন্ত ট্রেন লাই ন চালু হলে সামগ্রিকভাবে পদ্মা নদীর অপরপ্রান্ত থেকে গোটা দক্ষিনাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। জিও-পলিটিক্সে বঙ্গোপসাগর একটি গুরুত্বপূর্ণ জোন । বঙ্গোপসাগরকে কেন্দ্র করেই গড়ে উঠছে কুয়াকাটা পর্যটন কেন্দ্র, সোনাকাটা ইকোপার্ক, পায়রা সমুদ্র বন্দর, তাপ বিদ্যুৎ কেন্দ্র। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ছাড়াও পায়রা সমুদ্রবন্দর পর্যন্ত ট্রেন লাইন চালু্, গলাচিপা ও পায়রা নদীতে ব্রীজ নির্মান, ইপিজেট ও তালতলীতে পরিবেশ বান্ধব জাহাজ ভাংগা শিল্প স্থাপন সরকারের মেগা পরিকল্পনা ও অগ্রাধিকার প্রকল্পের আওতাধীন। আর এ উন্নয়নের প্রবেশদ্বার বা gate way হচ্ছে আমতলী। আমতলীকে বাদ দিয়ে বা এড়িয়ে গিয়ে কলাপ...

পায়রা সমুদ্রবন্দর চালু :ঐতিহাসিক ঘটনার সাথে যুক্ত হল এ অঞ্চলের মানুষ।।

আজ সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পায়রা সমুদ্রবন্দর উদ্ভোধনের মধ্যদিয়ে এ অঞ্চলের মানুষকে একটি ঐতিহাসিক ঘটনার সাথে যুক্ত করে দিলেন। কারন পায়রা সমুদ্রবন্দরকে ঘিরেই এ অঞ্চলের যোগাযোগ, ব্যবসা-বানিজ্য, formal-informal শ্রম ক্ষেত্র, micro economy র উন্নয়নসহ সমাজ পরিবর্তনের গতি প্রকৃতি আবর্তিত হবে। এমনকি macro economy ও জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। মোটা দাগে পায়রা সমুদ্রবন্দর এ অঞ্চলের মানুষের আর্থ- সামাজিক উন্নয়নে একটি নতুন দিগন্তের উম্মোচন করবে।

এ অঞ্চলের উন্নয়নের গেটওয়ে আমতলী উপজেলাকে জেলা ঘোষনার দাবী।।

এ অঞ্চলের উন্নয়নের গেটওয়ে আমতলী উপজেলাকে জেলায় উন্নীত করার দাবীতে দিন দিন স্বোচ্চার হচ্ছে আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন পর্যায়ের মানুষ ।  আমতলী নাগরিক ফোরাম ইতিমধ্যে জেলা ঘোষনার দাবীতে অভিন্ন কর্মসূচী গ্রহণ করার উদ্যোগ নিয়েছে  ।  নাগরিক ফোরাম গত ১০ আগস্ট আমতলী উপজেলা পরিষদ চত্বরে জেলার দাবীতে এক বিশাল মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।  প্রবল বর্ষন উপেক্ষা করে দল -মত নির্বিশেষে প্রায় কয়েক হাজার মানুষ মানব বন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করে  এবং  প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা আমতলীকে জেলা ঘোষনা করার দাবী জানান । আমতলী দক্ষিনাঞ্চলের একটি প্রাচীন জনপদ। ১৮৫৯ খ্রিস্টাব্দে আমতলীর গুলিশাখালীতে একটি প্রশাসনিক থানা স্থাপন করা হয় । বরগুনা ও খেপুপাড়া গুলিশাখালী থানাধীন ছিল । নদী ভাংগন এবং এক প্রান্তে হওয়ায় ১৯০১ সনে  গুলিশাখালী থানা হেড-কোয়ার্টার মধ্যবর্তী স্থান আমতলীতে স্থানান্তর করা হয় এবং ১৯০৪ সনে থানার নামকরণ করা হয় আমতলী। সময়ের বিবর্তনে আমতলী থেকে বিভক্ত হয়ে বরগুনা আজ জেলা এবং কলাপাড়া একটি উন্নত জনপদ। অথচ তৎকালীন সময় আমতলীকে মহাকুমা করার কথা ছিল । ১৯৬৫ সালে ম...

এ অঞ্চলের উন্নয়নের গেটওয়ে আমতলী উপজেলাকে জেলা ঘোষনার দাবী।।

এ অঞ্চলের উন্নয়নের গেটওয়ে আমতলী উপজেলাকে জেলায় উন্নীত করার দাবীতে দিন দিন স্বোচ্চার হচ্ছে আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন পর্যায়ের মানুষ ।  আমতলী নাগরিক ফোরাম ইতিমধ্যে জেলা ঘোষনার দাবীতে অভিন্ন কর্মসূচী গ্রহণ করার উদ্যোগ নিয়েছে  ।  নাগরিক ফোরাম গত ১০ আগস্ট আমতলী উপজেলা পরিষদ চত্বরে জেলার দাবীতে এক বিশাল মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।  প্রবল বর্ষন উপেক্ষা করে দল -মত নির্বিশেষে প্রায় কয়েক হাজার মানুষ মানব বন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করে  এবং  প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা আমতলীকে জেলা ঘোষনা করার দাবী জানান । আমতলী দক্ষিনাঞ্চলের একটি প্রাচীন জনপদ। ১৮৫৯ খ্রিস্টাব্দে আমতলীর গুলিশাখালীতে একটি প্রশাসনিক থানা স্থাপন করা হয় । বরগুনা ও খেপুপাড়া গুলিশাখালী থানাধীন ছিল । নদী ভাংগন এবং এক প্রান্তে হওয়ায় ১৯০১ সনে  গুলিশাখালী থানা হেড-কোয়ার্টার মধ্যবর্তী স্থান আমতলীতে স্থানান্তর করা হয় এবং ১৯০৪ সনে থানার নামকরণ করা হয় আমতলী। সময়ের বিবর্তনে আমতলী থেকে বিভক্ত হয়ে বরগুনা আজ জেলা এবং কলাপাড়া একটি উন্নত জনপদ। অথচ তৎকালীন সময় আমতলীকে মহাকুমা করার কথা ছিল । ১৯৬৫ সালে ম...

নাগরিক ফোরাম ও আমতলীতে জেলার দাবী।।

  বিচ্ছিন্নভাবে দাবীটি উঠলেও আমতলী নাগরিক ফোরাম একটি সমন্বিত উদ্যোগ নিয়েছে। আমতলীকে জেলায় উন্নীত করার দাবীতে দল-মত নির্বিশেষে একটি বৃহৎ আন্দোলন গড়ে তোলার প্রাথমিক কাজ শুরু করেছে। ভৌগলিক অবস্থান এবং কৌশলগত কারনে আমতলীতে জেলার দাবী অত্যন্ত যৌক্তিক এবং নাগরিক ফোরামের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।