অন্ধ রাষ্ট্রযন্ত্র ঃ ফজলু মিয়া এবং ফাইয়াজ মিয়ার দিনকাল
বিনা অপরাধে,বিনা বিচারে ২২ বছর জেল খেটে সিলেট কারাগার থেকে অবশেষে মুক্তি পেয়েছেন ফজলু মিয়া। অন্যদিকে গুলশানের অভিজাত এলাকার ব্যস্থ সড়কে বেপরোয়া গাড়ি চালিয়ে গাড়ির ধাক্কায় এক শিশু নিহত এবং ৪ জন আহত করার মত অপরাধ করলেও অভিযুক্ত ফাইয়াজ মিয়াকে পুলিশ গ্রেফতার না করে নিরাপদে বাসায় পৌছে দিয়েছে। ফজলু মিয়া দরিদ্র মানুষ বলে রাষ্ট্রযন্ত্র তার অধিকারের বিষয়ে নির্বিকার, অন্ধ আর ফাইয়াজ মিয়া প্রভাবশালী সাবেক এমপির ভাতিজা বলে তার অপরাধ না দেখার ভান করছে। কিন্তু মনে রাখতে হবে, অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না। দুর্ভাগ্য এখনো ছবি বিশ্বাসের মত চিৎকার করে বলতে হয় ফিরিয়ে দাও আমার ২২ টি বছর।
বিনা অপরাধে,বিনা বিচারে ২২ বছর জেল খেটে সিলেট কারাগার থেকে অবশেষে মুক্তি পেয়েছেন ফজলু মিয়া। অন্যদিকে গুলশানের অভিজাত এলাকার ব্যস্থ সড়কে বেপরোয়া গাড়ি চালিয়ে গাড়ির ধাক্কায় এক শিশু নিহত এবং ৪ জন আহত করার মত অপরাধ করলেও অভিযুক্ত ফাইয়াজ মিয়াকে পুলিশ গ্রেফতার না করে নিরাপদে বাসায় পৌছে দিয়েছে। ফজলু মিয়া দরিদ্র মানুষ বলে রাষ্ট্রযন্ত্র তার অধিকারের বিষয়ে নির্বিকার, অন্ধ আর ফাইয়াজ মিয়া প্রভাবশালী সাবেক এমপির ভাতিজা বলে তার অপরাধ না দেখার ভান করছে। কিন্তু মনে রাখতে হবে, অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না। দুর্ভাগ্য এখনো ছবি বিশ্বাসের মত চিৎকার করে বলতে হয় ফিরিয়ে দাও আমার ২২ টি বছর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন