পৌরাণিক কাহিনীতে জমি চাষ করতে গিয়ে ভূমিতে লাঙলের আঘাতে সীতার জন্ম। অযোধ্যার রাজকুমার রাম তার ভাই লক্ষ্মণকে নিয়ে মিথিলায় গেলে মিথিলার রাজসভায় ধনুক ভেঙ্গে সীতাকে জয় করেন রাম।সীতাকে বিবাহের পর, রাম ১৪ বছরের জন্য বনবাসে গিয়ে চিত্রকুট পর্বতে স্বর্ণমৃগের পিছনে ছুটতে গিয়ে রাবণ সীতাকে হরণ করে। রামলক্ষ্মণ বানর ও ভল্লুকসেনার সাহায্যে রাবনবধ ও সীতা উদ্ধার করলেও,
প্রজার প্রশ্ন নিরসন করতে সীতাকে শুধু অগ্নিপরীক্ষাই দিতে হয়নি রাম তাকে
ত্যাগ করলে লব কুশকে গর্ভে নিয়ে সীতা আশ্রয় নেন বাল্মীকি মুনির আশ্রমে।
সীতার চিন্তায় রাম অস্থির হয়ে ভাই ভরতকে রাজ্য পরিচালনার প্রস্তাব দিলে
ভরত রামকে স্থির হতে বলেন। ভরতের কথা শুনে রাম তাকে বলেন
সীতা ধ্যান, সীতা জ্ঞান, সীতা চিন্তামণি।
সীতা বিনা আমি যেন মণিহারা ফণী।
সীতা বিনা আমি যেন মণিহারা ফণী।
পিভিএ'র দুচার জন একত্রিত হলেই একটা জমজমাট আড্ডা হয়ে যায়। আলোচনার
কেন্দ্রবিন্দু হয়ে উঠে আমতলীর উন্নয়ন, রাজনীতি এবং সমকালীন ঘটনাবলী। আজকে
লঞ্চে ঢাকা যাওয়ার পথে সেরকম একটি অনির্ধারিত আড্ডায় আবারো প্রমান হল
আমাদের চিন্তায় মননে পিভিএ ধ্যান-জ্ঞান হয়ে উঠছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন