মাত্র ৩৮ ঘন্টা আগে পৃথিবীর সকল মায়া ত্যাগ করে চির বিদায় নিলেন বিখ্যাত
পদার্থ বিজ্ঞানী A Brief History of Time বইয়ের লেখক Stephen William
Hawking । ১৯৬৪ সন, হকিংস ক্যামব্রীজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বোনের বান্ধবী
Jane Wilde কে প্রথম দেখাতেই প্রেমে পরে গেলেন । একেই বলে Love at the
first sight । আর কি প্রেম, একদম সরাসরি ইনগেজমেন্ট এবং ১৯৬৫ সনে বিয়ে ।
তখনই হকিংস এর শরীরে motor neurone disease ধীরে ধীরে বাড়ছে। স্ত্রীর
ভালবাসা আর সেবা পেয়ে হকিংস শুধু সুস্থ্য হয়ে উঠলেন না নতুন উদ্যমে শুরু
করলেন লেখাপড়া আর কাজ । মিডিয়ার সামনে বলেই ফেললেন Jane Wilde এর সাথে
প্রণয়ই আমাকে কিছুটা বাচতে এবং দুনিয়াটা ঝাকুনি দিতে শিখিয়েছে ।
People's Voice of Amtali- PVA শুরুতেই একটি চ্যালেঞ্জের মুখে পরেছে।
বরগুনা জেলা প্রশাসন, সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের প্রচেষ্টায়
সমস্যা তুলে আনা, তাৎক্ষনিক সমস্যা সমাধান করে Citizen's Voice-Barguna
শুধু জনপ্রিয়তাই অর্জন করেনি Citizen's Journalism এর ক্ষেত্রে একটি role
model হয়ে উঠেছে । এটি PVA এর জন্য বড় চ্যালেঞ্জ। কারন সবাই CVB এর মত PVA
কে দেখতে চায়, তাৎক্ষনিক সমস্যা সমাধান চায়। সেক্ষেত্রে গ্রুপে যারা সক্রিয়
তাদের আগ্রহ ধরে রাখার জন্য এডমিনদের আরো Pro active হয়ে, ইতিবাচক
দৃষ্টিভঙ্গি নিয়ে বহুমাত্রিক কার্যক্রমে সম্পৃক্ত হতে হয়েছে । আমি আগের
একটা লেখায় নুহাশ হুমায়ুন এর কথা বলেছিলাম । হুমায়ুন আহমেদ এর মত নুহাশও
দিনদিন আমার কাছে প্রিয় হয়ে উঠছে। যতটা না তার সৃজনশীলতার জন্য তারচেয়ে
বেশী তার বাবার মত কিছুটা ভিন্নধর্মী হুট হাট আচরণের জন্য। নুহাস কিছুদিন
আগে প্রথম আলোতে একটি স্বাক্ষাতকারে বলছিলেন বাবার সাথে আমাকে মিলাবেন না,
আর আমার কাজ নিয়ে কথা বলার সময় এখনো হয়নি। নুহাশের মত এখানেও আমি বলব
মাত্র ১৮৭ দিনের Performance দেখে PVA কে মূল্যয়ন করার সময় এখনো হয়নি। তবে
১৫ মার্চ বিকাল ৪ টা পর্যন্ত গ্রুপ সদস্য ১৭ হাজার ৩শ , সক্রিয় সদস্য ৮
হাজার ৪শ ১২ জন এবং গত ২৮ দিনের আপডেট হচ্ছে, পোস্ট ১৭১ টি, কমেন্টস ২
হাজার ৬শ ৭ এবং প্রতিক্রিয়া জানিয়েছেন ২২ হাজার ১শ । অন্যদিকে এ পর্যন্ত
বিশ্বের ৮৬ টি দেশে বসবাসরত আমতলী-তালতলীসহ এ অঞ্চলের ২ হাজার ৬শ ৩৩ জন
মানুষ যুক্ত হয়েছেন পিভিএ'র সাথে । এরমধ্যে ইন্ডিয়া -৩৮৬ জন, সৌদি
আরব-২৪১জন, কাতার -১৩০জন, মালয়শিয়া -১০৫ জন, আমেরিকা -৬৭জন, সংযুক্ত আরব
আমিরাত -৭৯জন , ওমান-৫৬ জন,ইউকে -৩৫ জন, কানাডা-২২জন, কুয়েত-
৩০জন,ইতালী-২৯জন জার্মান -১৪জন, অস্ট্রেলিয়া -১২ জন, ফ্রান্স-০৫ জন। এমনকি
সিয়েরালিওন থেকেও ২ জন যুক্ত হয়েছেন । তারা নিয়মিত আমতলীর সমস্যা-সম্ভাবনা
সম্পর্কে অবহিত হচ্ছেন, আফডেটেট থাকছেন । এত কম সময়ে নিঃসন্দেহে এ অগ্রগতি
অত্যন্ত আশাব্যঞ্জক । তবে গত তিন চার দিন ধরে দেখছি কোন সমস্যার সমাধান
হচ্ছে না বলে খুব হতাশা নিয়ে কয়েকজন পোস্ট দিয়েছেন, কমেন্টস করছেন । তাহলে
গত ছয় মাসে পিভিএ 'র সফলতার চিত্রটি একটু ঘুরে দেখি,
১. পিভিএ টিম
সুবন্ধি সমস্যা সমাধানে প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজের
সাথে একাধিকবার বসেছে। সর্বশেষ গত ২০ অক্টোবর প্রধান মন্ত্রীর এসডিজি বিষয়ক
মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ স্যার ও স্থানীয় সরকার সচিব আবদুল মালেক
স্যারসহ বরগুনা জেলা প্রশাসন আমতলী উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয়
জনপ্রতিনিধিদের নিয়ে বরিশাল সার্কিট হাউসে বসছিলাম এবং সেখানে পিভিএর পক্ষ
থেকে সমস্যা তুলে ধরা হয়।পরে সুবন্ধি সমস্যা সমাধানে বিভিন্ন প্রকল্প
বাস্তবায়নে ৬৩ কোটি টাকার Detail Project Propossal -DPP দাখিল করা হয়েছে
যা অনুমোদনের অপেক্ষায় আছে।এখানে আমতলী ও বরগুনা প্রেসক্লাবের ভুমিকাও
গুরুত্বপূর্ণ ।
২. আমতলী ডিগ্রী কলেজে ইনকোর্স ফি ১২শ টাকা ধরা হলে পিভিএ তে পোস্ট আসে এবং আমরা কলেজ কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে বোর্ড নির্ধারিত ২শ টাকা ধার্য করা হয়।
৩.আমতলী ডিগ্রী পরীক্ষার কেন্দ্র কলাপাড়ায় ছিল এবং এ সমস্যা নিয়ে পিভিএ তে পোস্ট হলে কলেজ কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করি এবং মাননীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করায় সমস্যা সমাধান হয় ।
৪.আমতলী শিল্পকলা একাডেমী সচল করার দাবীতে পিভিএ তে পোস্ট দিলে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে শিল্পকলা একাডেমীর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে এবং নিয়মিত কার্যক্রম পরিচালিত হচ্ছে ।
৫. ২০ বছর বন্ধ থাকার পর আমতলীর ঐতিহ্যবাহী নুরজাহান ক্লাব চালুর দাবীতে পোস্ট হলে আমতলী পৌরসভার মেয়রের উদ্যোগে ক্লাবটি চালু হয়েছে এবং নিয়মিত শিল্প সংস্কৃতির চর্চা হচ্ছে।
৬. ৪টি ব্রীজ মেরামতের দাবীতে পোস্ট এলে আমরা উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রকৌশলীর সাথে দেখা করে সমস্যা জানাই এবং তাদের উদ্যোগে ৪টি ব্রীজের মেরামত কাজ সম্পন্ন হয়েছে।
৭. গুলিশাখালী এবং আরপাঙ্গাশিয়ায় রাস্তা নির্মানে নিম্ন মানের কাজের অভিযোগ এলে আমরা উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রকৌশলীকে জানালে তাৎক্ষনিকভাবে তারা ব্যবস্থা গ্রহণ করেন।
৮. পিভিএ তে পোস্ট দেয়ায় ১৩জন মুমুর্ষু রোগী ১৪ ব্যাগ রক্ত পেয়েছেন ।
৯. পিভিএ তে পোস্ট দেয়ায় উপজেলা প্রশাসন এবং স্থানীয় উদ্যোগে ৮টি বাল্য বিয়ে বন্ধ হয়েছে ।
২. আমতলী ডিগ্রী কলেজে ইনকোর্স ফি ১২শ টাকা ধরা হলে পিভিএ তে পোস্ট আসে এবং আমরা কলেজ কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে বোর্ড নির্ধারিত ২শ টাকা ধার্য করা হয়।
৩.আমতলী ডিগ্রী পরীক্ষার কেন্দ্র কলাপাড়ায় ছিল এবং এ সমস্যা নিয়ে পিভিএ তে পোস্ট হলে কলেজ কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করি এবং মাননীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করায় সমস্যা সমাধান হয় ।
৪.আমতলী শিল্পকলা একাডেমী সচল করার দাবীতে পিভিএ তে পোস্ট দিলে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে শিল্পকলা একাডেমীর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে এবং নিয়মিত কার্যক্রম পরিচালিত হচ্ছে ।
৫. ২০ বছর বন্ধ থাকার পর আমতলীর ঐতিহ্যবাহী নুরজাহান ক্লাব চালুর দাবীতে পোস্ট হলে আমতলী পৌরসভার মেয়রের উদ্যোগে ক্লাবটি চালু হয়েছে এবং নিয়মিত শিল্প সংস্কৃতির চর্চা হচ্ছে।
৬. ৪টি ব্রীজ মেরামতের দাবীতে পোস্ট এলে আমরা উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রকৌশলীর সাথে দেখা করে সমস্যা জানাই এবং তাদের উদ্যোগে ৪টি ব্রীজের মেরামত কাজ সম্পন্ন হয়েছে।
৭. গুলিশাখালী এবং আরপাঙ্গাশিয়ায় রাস্তা নির্মানে নিম্ন মানের কাজের অভিযোগ এলে আমরা উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রকৌশলীকে জানালে তাৎক্ষনিকভাবে তারা ব্যবস্থা গ্রহণ করেন।
৮. পিভিএ তে পোস্ট দেয়ায় ১৩জন মুমুর্ষু রোগী ১৪ ব্যাগ রক্ত পেয়েছেন ।
৯. পিভিএ তে পোস্ট দেয়ায় উপজেলা প্রশাসন এবং স্থানীয় উদ্যোগে ৮টি বাল্য বিয়ে বন্ধ হয়েছে ।
১১ মার্চ রাত ১১-৩০। একজন গ্রুপ সদস্য পিভিএ'র একজন এডমিনকে ফোন করে বলেন
বিদ্যুৎ নেই, পানি নেই, পিভিএ কি করে? পৌরসভার কর্মচারীদের লাগাতার ধর্মঘট
এবং লোডশেডিং এর কারনে গত কয়েকদিন পৌরসভায় পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত
হয়েছিল । এক্ষেত্রে রাত ১২ টার সময় পিভিএর কি করার ছিল?অন্যদিকে আমতলী
-ঢাকা রুটে প্রতিদিন ২টি লঞ্চের দাবীতে আন্দোলন শুরু করেছি। কিন্তু পিভিএর
কাছে তো কোন আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ নেই যে পোস্ট দেয়ার সাথে সাথে
সমাধান হয়ে যাবে। তবে এটা বুঝি পিভিএ'র কাছে মানুষের প্রত্যাশা দিন দিন
বাড়ছে। আমরা সবাই কিন্তু এখানে নাগরিক দায়বদ্ধতা থেকে কাজ করছি। কারো সাথে
শত্রুতা বা পক্ষপাতিত্ব নয় আমরা এলাকার সমস্যা সমাধানে কাজ করছি। আপনাদের
সব সময় মনে রাখতে হবে Citizen Voice অনেকটাই প্রশাসনের সহযোগিতায় পরিচালিত
আর পিভিএ পুরোটাই নাগরিক সমাজ পরিচালিত এবং নাগরিক সমাজের ব্যাপক
অংশগ্রহণের মাধ্যমে কিভাবে স্থানীয় সমস্যা সমাধান হচ্ছে এটা তার একটি
পরীক্ষামুলক প্রচেষ্টা। সুতরাং সমস্যা তুলে ধরা, সমস্যা সমাধানে নাগরিক
সমাজের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করারই আমাদের বড় কাজ।
তবে যত বড়
চ্যালেঞ্জ আসুক না কেন,আমরা খুবই আশাবাদী মানুষ। প্রধান মন্ত্রীর এসডিজি
বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ,মানিক মাহমুদ স্যার, বরগুনা ও বরিশালে
সাবেক জেলা প্রশাসক Md Bashirul Alam, গাজী সাঈফ স্যার, বরগুনার বর্তমান
জেলা প্রশাসক মোকলেচুর রহমান স্যার ও অতিরিক্ত জেলা প্রশাসক Md Nuruzzaman
স্যারের মত অভিভাবক যাদের মাথার ছাদ হয়ে আছেন, প্রতিদিন পরামর্শ এবং
দিকনির্দেশনা দিচ্ছেন, সহযোগিতার হাত নিয়ে যেভাবে এগিয়ে আসছেন আমতলী উপজেলা
চেয়ারম্যান, আমতলী পৌরসভার মেয়র, আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও আমতলী
থানার অফিসার ইন চার্জসহ একঝাক দক্ষ উপদেষ্টা তাতে গ্রুপ ভুল করলেও
কোনভাবেই লাইনচ্যুৎ হবে না । তবে সমালোচনা এবং ক্রমবর্ধমান প্রত্যাশার
পোস্ট দেখে আমরা নিশ্চিত, সকল সমস্যা সমাধান করতে না পারলেও বহুমাত্রিক
তৎপরতার কারনে স্টিফেন হকিংসের প্রেমিকার মত পিভিএ ও আমতলীতে একটা ঝাকুনি
দিতে পেরেছে।
আইনস্টাইনের Theory of relativity ভুল প্রমানের জন্য
১০০ বিজ্ঞানীর যৌথ বিবৃতির প্রক্ষিতে আইনস্টাইন বলেছিলেন ১০০ বিজ্ঞানীর
বিবৃতিই প্রমান করে আমিই ঠিক এবং সঠিক পথে আছি। কারন আমাকে ভুল প্রমানের
জন্য একজনই যথেষ্ট ছিল। দান্তের ভাষায় বলব, সাহসীকতার সাথে এগিয়ে যাও। আসুন
সমালোচনা, নেতিবাচক মনোভাব নয়, ইতিবাচক দৃষ্টভঙ্গি নিয়ে পিভিএ কে এগিয়ে
নেই, আমতলীর সমস্যা সমাধানে যৌথভাবে কাজ করি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন