ছাত্র-ছাত্রীদের কাছে আমতলী নাগরিক ফোরামের একটি মানবিক আবেদন: একটি স্বপ্ন বাচাতে শাহীনের পাশে দাড়ান ।।
আমতলী সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র শাহীন। তার দু’টি চোখের মনি লম্বা হয়ে গেছে। জরুরী ভিত্তিতে তার চোখের অপারেশন না করালে চিরদিনের মত চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলবে । তার দু’টি চোখের চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা প্রয়োজন। তার দরিদ্র পিতার পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব না বিধায় আমতলী উপজেলা নাগরিক ফোরাম ১৮ জুলাই বিকাল ৩টায় এ্যাডভোকেট এম্এ কাদের মিয়ার সভাপিতত্বে এক জরুরী সভায় আমতলী এবং আমতলীর বাইরের সকল ছাত্র-ছাত্রীদের কাছে একটি মানবিক আবেদন জানিয়েছেন। একজন মেধাবী ছাত্রের চোখের আলো - একটি স্বপ্ন বাচাতে শাহীনের পাশে দাড়ান । বিকাশ নম্বর -খায়রুল বাশার বুলবুল, নাগরিক ফোরাম -০১৭০৯৯৭৫৪০১.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন