ড. রাশিদুল হাসান খান। একজন তুখোর ছাত্রনেতা, একজন খ্যাতিমান আর্কিটেক্ট ।১৯৭১ সনের রণাঙ্গনের
এই সাহসী সৈনিক ১৯৭২ থেকে ১৯৭৫ সন পর্যন্ত পর পর দুবার হাসান-তাহের পরিষদে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্র সংসদের ভিপি নির্বাচিত
হয়েছিলেন। ৭৫ পরবর্তি সময়ে লেখাপড়া এবং চাকুরীর কারনে দেশের রাজনীতিতে না
থেকে তিনি সৌদি প্রবাসী হলেন। ১৯৭৯ সনে তিনি ডক্টরেট করেন । যে কজন
আর্কিটেক্ট সৌদি আরবের রাজধানীর আধুনিক রূপায়ণের
মাস্টার প্ল্যান করেছিলেন তাদের অন্যতম ছিলেন রাশিদুল হাসান খান । দেশে
ফিরে আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত হলেও ছাত্র রাজনীতিতে যতটা সফল ছিলেন
মূলধারার রাজনীতির কেমিস্ট্রি বুঝতে না পারায় ঠিক ততটাই অসফল।
জন্ম ২৯ আগস্ট, ১৯৪৮ সনে আমতলী উপজেলার চালিতাবুনিয়া গ্রামে । পিতা ডা.
মোয়াজ্জেম হোসেন,একজন খ্যাতিমান চিকিৎসক । ৫ মে, ২০১৮ সনে আমতলীর এই কৃতি
সন্তান পটুয়াখালীর নিজ বাসভবনে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন