রাজনীতি, শিক্ষা বিস্তার, ব্যবসা বানিজ্য,জীবন জীবিকা, শিল্প -সংস্কৃতি আর
চিন্তা- চেতনায় আমতলী একটি অগ্রগামী এবং সমৃদ্ধ জনপদ । আর এ পিছনে রয়েছে
এই জনপদে জন্ম নেয়া অসংখ্য কৃতি মানুষের আন্তরিক প্রচেষ্টা, সীমাহীন ত্যাগ
আর ভালোবাসা। যাদের অবদানে এ জনপদ সমৃদ্ধ নতুন প্রজন্মের কাছে তারা
অনেকটাই অপরিচিত।আমতলীর এসব স্মরণীয় বরণীয় মানুষের অবদান নতুন প্রজম্মের
সামনে তুলে ধরবার জন্য People's Voice of Amtali -PVA প্রতি মাসের একটি নির্দিষ্ট দিনে ঐ মাসে যারা মারা গেছেন তাদের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে ।
বর্তমান মাস থেকেই এটি শুরু করতে চাই। এ মাসে আমরা ৫ জনের মৃত্যু
বার্ষিকী পেয়েছি। আমাদের জানামতে, ৫ মে বাহাদুর খান ও ড. রাশেদুল হাসান
খান, ১৪ মে, আলহাজ আফতাব আলম, ২০ মে, এ্যাডভোকেট গাজী আমির হোসেন ও অজয়
কর্মকার। এর বাইরে যদি এ মাসে কারো মৃত্যু বার্ষিকী থাকে প্লিজ আমাদেরকে
জানান এবং তার ছবিসহ সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত দিন । তারপরেও কেউ বাদ গেলে
আমরা পরবর্তি মাসের স্মরণ সভায় তাকে অন্তর্ভুক্ত করব।
PVA'র এই ব্যতিক্রমী উদ্যোগটি সফল করার জন্য প্রয়োজন আমতলীর সকল পর্যায়ের ব্যক্তিদের সর্বাত্মক সহযোগিতা। আসুন, আমরা সম্মিলিতভাবে আমতলীর বিশিষ্টজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি, তাদের অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার মধ্যদিয়ে আমতলীতে একটি নতুন ইতিহাস তৈরী করি, নিজেরাও ইতিহাসের অংশিদার হই।
PVA'র এই ব্যতিক্রমী উদ্যোগটি সফল করার জন্য প্রয়োজন আমতলীর সকল পর্যায়ের ব্যক্তিদের সর্বাত্মক সহযোগিতা। আসুন, আমরা সম্মিলিতভাবে আমতলীর বিশিষ্টজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি, তাদের অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার মধ্যদিয়ে আমতলীতে একটি নতুন ইতিহাস তৈরী করি, নিজেরাও ইতিহাসের অংশিদার হই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন